কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ৫ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:৩৩ | কলকাকলি 


কিশোরগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকার ধানসিঁড়ি রেস্টুরেন্টে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শিশুদেরকে সাংবাদিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বিডিনিউজ২৪.কম এর সহযোগিতায় ইউনিসেফের অর্থায়নে এই প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করা হয়েছে। কর্মশালার আয়োজক ইউনিসেফ কিশোরগঞ্জ এর কো-অর্ডিনেটর আকিব হৃদয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনোদন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুল আলম চৌধুরী নিউটন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ফজলুর রহমান, কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, সাংবাদিক মোস্তফা কামাল, কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং) জয়নাল আবেদীন।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালেক্টরেটের লাইব্রেরিয়ান মো. সারওয়ার হোসেন খান।

এতে জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, সাবেক প্যানেল মেয়র জামাল আবু নাসের হিলালী মিন্টু, ক্রীড়া সংগঠক সাইদুল হক শেখর প্রমুখসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় কিশোরগঞ্জের বিভিন্ন স্কুলের ২৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বুধবার (৬ নভেম্বর) বিকালে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর