কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে বিয়াম স্কুলে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

 সোহেল সাশ্রু, ভৈরব | ৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১২:০২ | ভৈরব 


ক্ষুদে মানুষ বড় হও, বড় পৃথিবী সম্মুখে তোমার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে বিয়াম ল্যাবরেটরী স্কুলে অভিভাবক সমাবেশ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও বিয়াম ল্যাবরেটরী স্কুল সভাপতি লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান রাশেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউসুফ আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. হান্নান, উপজেলা প্রোগ্রাম ফ্যাসিলিটেটর দূর্গা রাণী সাহা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, উপজেলার এই শিক্ষা প্রতিষ্ঠনটি আজ ডিজিটাল আওতায় চলছে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে। স্কুলটিতে ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডিজিটাল আইডি কার্ড ব্যবহার হচ্ছে। সেই সাথে ডিজিটাল হাজিরারও ব্যবহার হচ্ছে।

সন্তানদের সঠিক শিক্ষা দানে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সহযোগিতা কামনা করেন বক্তারা।

আলোচনা শেষে উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুলে সমাপনী পরীক্ষার্থী ২২ জনকে ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর