কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় ১৮ কেজি গাঁজার চালানসহ দুই যুবক আটক

 স্টাফ রিপোর্টার | ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৪:২৭ | ইটনা  


ইটনায় ১৮ কেজি গাঁজার একটি চালানসহ রমজান (২০) ও সজিব মিয়া (২৪) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ ট্রলারঘাট থেকে তাদের আটক করা হয়।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এর নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এএসআই এহসানুল হক হীরা ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া দুই যুবকের মধ্যে রমজান জেলার ভৈরব উপজেলার কালিপুর মধ্যপাড়ার বাবুল মিয়া ভাঙ্গারীর ছেলে এবং সজিব মিয়া একই উপজেলার কালিপুর বাদশাবিল হাইস্কুল সংলগ্ন এলাকার বাবুল মিয়ার ছেলে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, আটক হওয়া দুই যুবক রমজান ও সজিব মিয়া দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ভৈরবে নিয়ে গিয়ে বিক্রি করে আসছিল।

প্লাস্টিকের বস্তার ভাঁজে ভাঁজে অভিনব কায়দায় গাঁজা রেখে বস্তার বান্ডিল মাথায় করে নিয়ে তারা গাঁজার চালান পাচার করতো।

মঙ্গলবার (১২ নভেম্বর) হবিগঞ্জ থেকে ভৈরবে একই কায়দায় গাঁজার একটি চালান নিয়ে যাওয়ার সময় পথে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ ট্রলারঘাটে অবস্থান করার খবরে তারা অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৮ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

এ ঘটনায় গাঁজাসহ আটক হওয়া রমজান ও সজিব মিয়ার বিরুদ্ধে ইটনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর