kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

পাকুন্দিয়ায় নতুন বিদ্যুৎ সংযোগ


 সাখাওয়াত হোসেন হৃদয় | ১১ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৫:৫৩ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি কলিন্স এর সভাপতিত্বে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম আবদুল্লাহ আল মামুন, পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, হোসেন্দী কলেজের অধ্য রকিব উদ্দিন মোশায়ের, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু প্রমুখসহ স্থানীয় নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নতুন এই বিদ্যুৎ সংযোগের ফলে হোসেন্দী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ১৮টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেলো।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর


সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ