কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নবান্ন উৎসবে বর্ণাঢ্য আয়োজন

 স্টাফ রিপোর্টার | ১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ৮:৫৫ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে শনিবার (১৬ নভেম্বর) সকালে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে ফিতা কেটে নবান্ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

নবান্ন মেলার স্টলে স্টলে নতুন ধানের চাল দিয়ে তৈরি করা পিঠা-পুলি, পায়েস, ক্ষীরসহ হরেক রকমের খাবারের পসরা সাজানো হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এসব স্টল পরিদর্শন করেন।

পরে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এছাড়া শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, গ্রামীণ খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলার শোলমারা এলাকায় আমন ধান কাটারও উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর