কিশোরগঞ্জের বাজিতপুরে শত্রুতাবশত একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করায় খামারের দুই লাখ মাছ মরে ভেসে ওঠেছে। রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হিলচিয়া ইউনিয়নের বারইগ্রাম ও দেওচান্দি মৌজায় মো. মিষ্টু মিয়ার মৎস্য খামারে এই ঘটনাটি ঘটে।
এতে খামার মালিক মিষ্টু মিয়া প্রায় ১৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় তিনি হতবাক। ক্ষতিগ্রস্থ এই খামার মালিক সোমবার (১৮ নভেম্বর) বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মো. মিষ্টু মিয়া জানান, প্রায় ৯ একর জায়গার মধ্যে তিনি দীর্ঘদিন ধরে মৎস্য খামার করে আসছেন। তার এই মৎস্য খামারে কার্ফু, পাঙ্গাস, পুটি, তেলাপিয়া, রুই, মৃগেলসহ দেশীয় প্রজাতির প্রায় ২ লাখ মাছ ছিল।
রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাতে শত্রুতাবশত তার এই মৎস্য খামারে বিষ প্রয়োগ করায় খামারের সব মাছ মরে ভেসে ওঠতে শুরু করে। এতে তিনি প্রায় ১৫-২০ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন বলে মিষ্টু মিয়া দাবি করেন।