কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কবি চন্দ্রাবতীর বসতভিটায় ভোরের আলো সাহিত্য আসরের সভা

 স্টাফ রিপোর্টার | ৯ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:০৯ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের ৪৭৫তম আসর শুক্রবার সকালে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বসতভিটায় অনুষ্ঠিত হয়েছে। আসর উপলক্ষে সকালেই কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমিদের পদচারণায় মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে কবি চন্দ্রাবতীর স্মৃতিবিজড়িত বসতবাড়ি প্রাঙ্গণ।

ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার আজিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির উপ-পরিচালক সাহিত্যিক মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট লিমেরিকার ও লেখক মো. রেজাউল হাবীব রেজা।

বিশেষ অতিথি ছিলেন মিঠামইন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক কবি মো. মোতাহের হোসেন ও প্রভাষক ডা. মো. মোবারক হোসেন খান।

সংগঠনের পরিচালক আমিনুল হক সাদীর পরিচালনায় সাহিত্য আসরে আলোচনায় অংশ নেন, সংগঠনের সহ-সম্পাদক সাংবাদিক মো. শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক সাংবাদিক মাহমুদা আক্তার বিউটি, শিক্ষক জহিরুল ইাসলাম, ইসলাম উদ্দিন, আসরের প্রতিষ্ঠাতা সদস্য কবি মো. জামাল উদ্দিন, কবি ও উপন্যাসিক সাইদুর রহমান কাঞ্চন, সদস্য মো. রেহান উদ্দিন, কবি বিল্লাল মিয়া, কবি মো. জনি মিয়া, জুয়েলুর রহমান জুয়েল প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর