কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ৫:৫৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের পুঁজি গঠনের লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, জেলা পরিষদের সদস্য মো. হাদিউল ইসলাম হাদি, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি দিলিপ রবিদাস প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের ওপর স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৬০ জন উপকারভোগির প্রত্যেককে ১৮ হাজার টাকা করে মোট ২৮ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর