কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


‘শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রয় নিষিদ্ধ করা হবে’

 স্টাফ রিপোর্টার | ২৭ নভেম্বর ২০১৯, বুধবার, ৪:৪৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা বলেছেন, তামাকজাত দ্রব্যের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি থেকে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রয় নিষিদ্ধ করা হবে। তামাক কোম্পানীগুলো যেন কোন অবস্থাতেই স্কুল-কলেজের শিক্ষার্থীদের মার্কেটিংয়ের কাজে নিয়োগ দিতে না পারে, সে ব্যাপারে নজর রাখা হবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পরিমাণ বাড়ানোর পাশাপাশি শাস্তির প্রতি জোর দেওয়া হবে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ী মার্কেটে দৈনিক সমকালের ব্যুরো অফিসে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সমাজের সকল স্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

আলোচনা সভায় তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিশদ আলোকপাত করেন নাটাব ফিল্ড অফিসার আমিরুল ইসলাম এবং সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌকির ইসলাম তন্ময়।

এছাড়া কিশোরগঞ্জে তামাকের ব্যবহার ও প্রচারের নানা দিক তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, টিআইবি’র এরিয়া ম্যানেজার ফজলে এলাহী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জহির আহমেদ তালুকদার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল হক, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান প্রমুখ।

আলোচনা সভায় নাটাব এর জেলা কমিটির সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর