কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গোথালিয়ায় অবস্থিত মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের ল্যাপটপ উপহার দিয়েছেন বেসরকারি সংস্থা এফএইচপির নির্বাহী পরিচালক কৃষ্ণ চন্দ্র সাহা।
শুক্রবার (৬ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এটি শিশুদের হাতে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) মো. আমিনুর রহমান।
বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আ. কা. মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান।
মৃত্তিকার চেয়ারপারসন ম. মাহবুবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান পাটোয়ারী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী নাসরুল আনোয়ার।
আরো বক্তব্য রাখেন পিরিজপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল, এফএইচপির নির্বাহী পরিচালক কৃষ্ণ চন্দ্র সাহা, এমরানউদ্দিন ভূঁইয়া এংরাজ।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান বলেন, প্রতিটি শিশু সম্ভাবনাময়। প্রতিবন্ধী শিশুরাও এর ব্যতিক্রম নয়। সুযোগ পেলে প্রতিবন্ধী শিশুরাও শিক্ষা, প্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানে বহুদুর এগিয়ে যাবে।
প্রতিবন্ধী শিশুদের হাতে যে ল্যাপটপ তুলে দেওয়া হলো সেটি তাদের প্রযুক্তির পথে যাত্রার সহায়তা করবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তির কোন বিকল্প নেই। এ পথে প্রতিবন্ধী শিশুরাও একদিন অসামান্য অবদান রাখবে।
সভা শেষে উপস্থিত প্রতিবন্ধী শিশুরা ইশারা ভাষা ও সঙ্গীত পরিবেশন করে।