কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবলের ফাইনালে কিশোরগঞ্জ, বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

 স্টাফ রিপোর্টার | ৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৫:৪২ | খেলাধুলা 


খান বাদার্স গ্রুপ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনালে ওঠেছে স্বাগতিক কিশোরগঞ্জ জেলা। সোমবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে গাজীপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে নাম লেখায় স্বাগতিক কিশোরগঞ্জ জেলা দল।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের পুরাতন স্টেডিয়ামে বিকালে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামভর্তি দর্শক সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

সেমিফাইনালে কিশোরগঞ্জের জয়ের পর বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামে। হাজার হাজার দর্শক কিশোরগঞ্জের জয়ে তাদের আনন্দ প্রকাশ করেন।

এর আগে নির্ধারিত সময়ের খেলায় কোন দলই গোল করতে পারেনি। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে কিশোরগঞ্জ জেলা ৫-৪ গোলে গাজীপুর জেলাকে হারিয়ে ফাইনালে অবতীর্ণ হয়।

গত শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেত্রকোনা জেলা দল ৩-১ গোলে নরসিংদী জেলা দলকে হারিয়ে ফাইনালে নাম লেখায়।

আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টুর্নামেন্টের ফাইনালে কিশোরগঞ্জ জেলা দল মুখোমুখি হবে নেত্রকোনা জেলা দলের।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর