কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় শিক্ষকদের মাঝে সনদ বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১১ মার্চ ২০১৮, রবিবার, ৮:০৯ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এর ১৫ দিনব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী ২৪ জন শিক্ষকের মাঝে রোববার সনদ বিতরণ করা হয়েছে। পাকুন্দিয়া ইউআইটিআরসিই এর বাস্তবায়নে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ইউআইটিআরসিই সম্মেলন কক্ষে এই সনদ বিতরণ করা হয়।

উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মো. শাহিনুর রহমানের সভাপতিত্বে সনদ বিতরণপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সারফুল ইসলাম, মাস্টার ট্রেইনার প্রভাষক সুলতান আহমেদ, মো. সাইফুল্লাহ, মো. শামছুল আলম মাসুদ, প্রশিক্ষক মো. আমজাদ হোসেন প্রমুখ।

এ সময় প্রশিক্ষকগণ ট্রেনিং এর সাফল্য তুলে ধরে ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখতে অ্যাডভান্স কোর্স চালুর পাশাপাশি কম্পিউটারকে সচল রাখতে ট্রাবলসুটিং কোর্স এর ব্যবস্থা বাস্তবায়নের সুপারিশ করেন।

বিগত ২২ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত প্রশিক্ষণ শেষে এ সনদ বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর