কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার মৃধা

 স্টাফ রিপোর্টার | ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১২:১৬ | শিক্ষা  


কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার কড়িয়াইল ক্লাস্টারে কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল বাশার মৃধা কিশোরগঞ্জ জেলায় এ বছর (২০১৯ সালে) শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।

সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক ও জেলা যাচাই-বাছাই কমিটির সদস্যগণ মোহাম্মদ আবুল বাশার মৃধাকে জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর জেলায় শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করেন।

জানা যায়, প্রতিটি বিদ্যালয়ে শতভাগ ভর্তি, ঝড়ে পড়া রোধ করণ, শতভাগ উপস্থিতি, শতভাগ মিড ডে মিল চালু, শিক্ষার্থীদের  রিডিং এন্ড রাইটিং এর দক্ষতা অর্জন, বিদ্যালয়গুলোকে বর্ণিল সাজে সজ্জিত করণ, বিভিন্ন ধরণের ইনোভেশন আইডিয়া চালু, প্রতিটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধ কর্ণার এবং শহীদ মিনার স্থাপন সহ শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য মোহাম্মদ আবুল বাশার মৃধাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচন করা হয়েছে।

মোহাম্মদ আবুল বাশার মৃধা ২০১১ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে প্রথমে সুনামগঞ্জ জেলায় যোগদান করেন।

পরবর্তিতে তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় ও বর্তমানে সদর উপজেলায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে চাকরি করে আসছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর