কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

 মুহাম্মদ শাহ্ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৫:১৭ | কুলিয়ারচর 


‘‘মানবাধিকার সুরক্ষায়, তারুণ্যের অভিযাত্রা’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কুলিয়ারচর শাখার যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কুলিয়ারচর শাখা অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনের গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থার সভাপতি শামীম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।

এতে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, সংস্থার সহ-সভাপতি মনিরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা সাংবাদিক ফারজানা আক্তার, মানবাধিকার কর্মী রাকিবুল হান্নান মিজান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর