কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় তিন ফার্মেসীকে জরিমানা

 মুহাম্মদ শাহ্ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৪৯ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফিজিশিয়ান্স স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় তিন ফার্মেসী মালিককে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ কুলিয়ারচর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ফিজিশিয়ান্স স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখাসহ অন্যান্য অপরাধে নন্দিতা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী নিহার রঞ্জন দাসকে ১০ হাজার টাকা, নিরাময় ফার্মেসীর স্বত্ত্বাধিকারী  মো. শাহাদাত হুসেন নির্ভূলকে ২ হাজার টাকা ও মেসার্স চৌধুরী ড্রাগ হাউস এর স্বত্ত্বাধিকারী  মো. জাহাঙ্গীর চৌধুরীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ জেলার ড্রাগ সুপার মোছাম্মৎ ফোয়ারা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুজ্জামান, ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. বিল্লাল মিয়া প্রমুখ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সংবাদ পেয়ে কুলিয়ারচর বাজারের বেশিরভাগ ফার্মেসীর মালিক দোকান বন্ধ করে পালিয়ে যান।

এতে খোলা ফার্মেসীগুলোর মালিকগণ বন্ধ ফার্মেসীগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর