কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ উদ্বোধন

 সোহেল সাশ্রু, ভৈরব | ১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১১:৪০ | কুলিয়ারচর 


“শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ (২০১৯-২০) শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা সদরে এলএসডি চত্বরে খাদ্য বিভাগ কুলিয়ারচর এলএসডি’র উদ্যোগে আমন ধান সংগ্রহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শরীফ মোল্লা, পৌর আওয়ামী লীগ সভাপতি ও উছমানপুর ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী।

এছাড়া আওয়ামী লীগ নেতা মো. আঙ্গুর মিয়া, কুলিয়ারচর ডিগ্রী কলেজের সাবেক ভিপি মো. ইকবাল হোসেন, ইউএনও অফিসের নাজির মো. রাফিউল হক, পৌর যুবলীগের সভাপতি শাহ নবী, শিক্ষক বীরন্দ্র চন্দ্র দাস, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, শরীফুন্নেছা শুভ্রা, ফারজানা আক্তার ও শাহীন সুলতানাসহ স্থানীয় কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর