কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৮:২৮ | কিশোরগঞ্জ সদর 


‘খাদ্য অধিকার আইন চাই’ শীর্ষক কিশোরগঞ্জে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার তারাপাশায় ফ্যামিলি টাইস কর্তৃক আয়োজিত সমাবেশে নানা শ্রেণি পেশার শত শত নারীরা অংশ নেন।

ফ্যামিলি টাইস এর নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকীর সভাতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মাসুমা আক্তার।

সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত বিষয়ে সমাবেশে আরো বক্তৃতা করেন সাংবাদিক মোস্তফা কামাল, নারীনেত্রী হাসিনা হায়দার চামেলী, কৃষাণী নূরজাহান, কৃষক রব্বানী প্রমুখ।

বক্তারা ধান-চাল ও পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য আইন প্রণয়নের দাবি জানান।

পাশাপাশি সকল শিশুর জন্য পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিতকরণের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশুদের অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর