কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

 সোহেল সাশ্রু, ভৈরব | ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১১:১৯ | ভৈরব 


ভৈরবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও পানাউল্লারচর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন।

এছাড়া মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন ভৈরব উপজেলার সর্বস্তরের মানুষ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের গেটের সামনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়।

প্রথমে মোমবাতি প্রজ্জ্বলন করে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. সুলায়মান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন, ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ হুমায়ুন কবির, ভৈরব প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এম এ লতিফ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন প্রমুখ।

কর্মসূচীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া স্ব স্ব উদ্যোগে ভৈরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালন করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর