কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বিজয় দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৮:১০ | খেলাধুলা 


মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের উদ্যোগে এই শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন নওশীন তাসমিন ইফা, দ্বিতীয় সানজিনা হাফিজ ঐশী এবং তৃতীয় মারিয়া কিবতিয়া।

ছেলেদের মধ্যে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে প্রথম বিলাওল সাদী বিত্ত, দ্বিতীয় নুরুজ্জামান হিসান এবং তৃতীয় ইফতেখর আলম পিয়াল।

অন্যদিকে ১০ মিটার ওপেন সাইড ইভেন্টে প্রথম হয়েছেন রাফা ইসলাম, দ্বিতীয় মাহফুজুর রহমান এবং তৃতীয় আতিবুর ইসলাম ইতুন।

এছাড়া অনুষ্ঠানে কৃতী শ্যূটার হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন সাকিবুল আলম আল আমিন এবং নওশীন তাসমিন ইফা।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, জাতীয় দলের প্রাক্তন শ্যূটার ফরিদুল ইউসুফ মহসিন, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার আয়োজনে ছিলেন কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম জানু এবং সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর