কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিসিসিডিআই বাংলা স্কুলের নির্বাচন: সঞ্জয়-পঙ্কজ পরিষদের নিরঙ্কুশ বিজয়

 হাকিকুল ইসলাম খোকন, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র | ১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, ১১:৫৪ | রকমারি 


বিসিসিডিআই বাংলা স্কুলের নির্বাচনে সঞ্জয় বড়ুয়া ও পঙ্কজ চৌধুরী পরিষদ পুর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বি.সি.সি.ডি.আই বাংলা স্কুলের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২৬ জন। তাদের মধ্যে ১১৪ জন ভোটার ভোট দিয়েছেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার ড. নজরুল ইসলাম ও এটর্নী সুদিপ বোস অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেন।

আগামী দুই বছরের জন্য এই কমিটি বাংলা স্কুলের কার্যকরি পরিষদ পরিচালনা করবেন। নির্বাচনে সভাপতি পদে সঞ্জয় বড়ুয়া ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিমুল মৌ পেয়েছেন ৩৮ ভোট ।

সাধারণ সম্পাদক পঙ্কজ চৌধুরী ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রশিদ পেয়েছেন ৩১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ আবেদিন ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুনা শম্পা পেয়েছেন ৩৮ ভোট। প্রোগ্রাম ডিরেক্টর পদে জয় দত্ত বড়ুয়া ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেরিনা রহমান পেয়েছেন ৪০ ভোট।

এবারের নির্বাচনে মোট ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ সভাপতি জসীম আহমেদ, ট্রেজারার তসলিম হাসান, পরিচালক শিক্ষা নিভা বড়ুয়া, পরিচালক প্রেস ও পাবলিকেশন্স নুর মোহাম্মদ এবং পরিচালক সংস্কৃতি ও ক্রীড়া আইরিন আক্তার ফৌজিয়া।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর