কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে মৃত্যুর ২১ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

 আমিনুল ইসলাম বাবুল | ১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১:৪৭ | তাড়াইল  


আদালতের নির্দেশে তাড়াইলে মৃত্যুর ২১ দিন পর কবর থেকে এক বৃদ্ধের লাশ উত্তোলন করা হয়েছে। কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এর উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে তাড়াইল উপজেলার দিগদাইড় গ্রামের কবরস্তান থেকে হালান মিয়া (৭০) এর লাশ উত্তোলন করা হয়। হালান মিয়া উপজেলার দিগদাইড় মোল্লাপাড়ার আফছর সরকারের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, গত ২০শে ফেব্রুয়ারি হালান মিয়া মারা যান। পরিবারের অভিযোগ, তাকে প্রতিপক্ষের লোকজন বাড়িতে আটকে রেখে মারপিটে হত্যা করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা হলে বিচারক লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, আদালতের নির্দেশ মোতাবেক লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর