কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে তিন ফার্মেসীসহ পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২৩ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৪:৪০ | কটিয়াদী 


কটিয়াদীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে তিন ফার্মেসী এবং মানহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন কিশোরগঞ্জ জেলা পুলিশ এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে আদম আলী মেডিসিন কর্ণারকে ২১ হাজার টাকা, আশরাফ ফার্মেসীকে তিন হাজার টাকা ও জাকির মেডিসিন কর্ণারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মানহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে জব্বার ট্রেডার্সকে তিন হাজার টাকা এবং হারুন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় কটিয়াদী উপজেলার সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর