কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে মারা যাওয়ার ৩৫ দিন পর লাশ উত্তোলন

 স্টাফ রিপোর্টার | ২৫ ডিসেম্বর ২০১৯, বুধবার, ২:০১ | তাড়াইল  


আদালতের নির্দেশে কিশোরগঞ্জ জেলার তাড়াইলে মারা যাওয়ার ৩৫ দিন পর আলমগীর হোসেন (৩০) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাড়াইল কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত ও ভিসেরা রাসায়নিক পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ ও মামলার তদন্ত কর্মকর্তা তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান এর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

এ সময় তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন, ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলমগীর হোসেন তাড়াইল উপজেলার কালনা গ্রামের মৃত আব্দুল হেকিম এর ছেলে। এর আগে গত ১৯ নভেম্বর দুপুরে মারা যাওয়ার পর লাশ তাড়াইল কবরস্থানে দাফন করা হয়।

আলমগীর হোসেনের মৃত্যুর ২২ দিন পর গত ১১ ডিসেম্বর বোন মোছা. দ্বীপা আক্তার বাদী হয়ে তাড়াইল থানায় মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত, ময়নাতদন্ত রিপোর্ট, ভিসেরা রাসায়নকি পরীক্ষার জন্য আদালত লাশ উত্তোলন করার নির্দেশ দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর