কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সাইয়ন কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 সোহেল সাশ্রু, ভৈরব | ২৭ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ১২:৩৯ | ভৈরব 


কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর শহরের সাইয়ন কিন্ডারগার্টেন এর নবীন বরণ, বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডে ইউনুছ আলী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাইয়ন কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. শফিউল করিম রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশ এর পুলিশ সুপার মো. আপেল মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ চুনারুঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহ্মিদা ইয়াসমীন, ভৈরব উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম, আশুগঞ্জ সারকারখানা কলেজ প্রভাষক (হিসাববিজ্ঞান) মোহাম্মদ রফিকুল ইসলাম, কমলপুর হাজি জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারজানা ইয়াসমিন শিলা, রাজনগর কারিগরি বাণিজ্য কলেজ প্রভাষক (ইংরেজি) ফারহানা ইয়াসমিন নিলা, কিন্ডারগার্টেন এর প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কিন্ডারগার্টেন এর শিক্ষিকা নিকিতা আফরিন ও সানজিদা সরকার বীথি।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মো. শফিউল করিম রানা বলেন, আমরা চেষ্টা করছি শিশুদের মানসম্মত শিক্ষার পরিবেশে শিক্ষা দিতে। কিন্ডারগার্টেনটিকে গড়ে তোলায় স্থানীয় অভিভাবকদের উদার সহযোগিতা, শিক্ষকদের অকান্ত পরিশ্রমের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আপেল মাহমুদ বলেন, শুধু পূঁথিগত শিক্ষা নয়, শিশুদের বাস্তবমুখী সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে শিক্ষক-অভিভাবক উভয়কেই মনোযোগি হতে হবে।

আলোচনা শেষে বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় স্থান করে নেওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, স্থানীয় সুধীজন, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সবশেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর