কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

 স্টাফ রিপোর্টার | ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার, ২:৪১ | শিক্ষা  


কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শোলাকিয়া ইসলামী আদর্শ সমাজ কল্যাণ সংস্থা। কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া সাহেব বাড়ি মোড় প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে এই কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোলাকিয়া ইসলামী আদর্শ সমাজ কল্যাণ সংস্থা (সিয়াস) সভাপতি ড. সৈয়দ আলী আজহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মিয়া।

এতে বিশেষ অতিথি ছিলেন, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শফিক কবীর, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মো. ফারুকুজ্জামান, শোলাকিয়া সাহেব বাড়ি জামে মসজিদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল হাসান, স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান, শাহ সুফি সৈয়দ আহমদ (র.) নূরানী হাফিজিয়া মাদরাসার সহ-সভাপতি মো. শামসুদ্দিন এবং ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইদুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শোলাকিয়া ইসলামী আদর্শ সমাজ কল্যাণ সংস্থা (সিয়াস) সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চরশোলাকিয়া এলাকার মোট ২৫ কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয় এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় শোলাকিয়া ইসলামী আদর্শ সমাজ কল্যাণ সংস্থা (সিয়াস) এর নেতৃবৃন্দ ও সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর