কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার

 স্টাফ রিপোর্টার | ১৫ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ১:৩৯ | বিশেষ সংবাদ 


বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে র‌্যালিটি বের করা হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব এর আয়োজনে ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যের উপর সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীলের সভাপতিত্বে এতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন, ক্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলম সারোয়ার টিটো, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, ক্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বিলকিস বেগম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনী, চেম্বারের সহ-সভাপতি হাফেজ মো. খালেকুজ্জামান, কলেজ ছাত্রী পাপিয়া আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর