কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চৌদন্ত নতুন নদীর পাড়ের মহাপূণ্য স্নানে পূণ্যার্থীর ঢল

 টিটু দাস | ১৫ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ২:১৭ | অষ্টগ্রাম 


অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের চৌদন্ত নতুন নদীর পাড়ে হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহণে মহাপূণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চৌদন্ত গ্রামবাসীর আয়োজনে চৌদন্ত নতুন নদীর পাড়ের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

জীবন থেকে পাপ মুক্তির কামনায় পূণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মহাপূণ্য স্নান। মহাপূণ্য স্নান উপলক্ষে চৌদন্ত গ্রাম ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা চৌদন্ত নতুন নদীর পাড়ে ছুটে আসেন।

এই পূণ্যস্নানের পূজারী ছিলেন, সুনির্মল গোবিন্দ দাস অধিকারী, নারায়ণ সেবক দাস, ধীর সুধামা দাস প্রমুখ।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের পক্ষ থেকে স্নানে আসা পূণ্যার্থীদের মাঝে স্নানের মাহাত্ম্য অংকিত ও চিত্র মুদ্রিত গেঞ্জি বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর