কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ৩১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

 মিছবাহ উদ্দিন মানিক | ৬ জানুয়ারি ২০২০, সোমবার, ১২:২০ | হোসেনপুর 


হোসেনপুরে আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লে উপজেলা এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রোববার (৫ জানুয়ারি) সকালে হাসপাতালের হলরুমে এই এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যানবিদ আখরুজ্জামান, স্বাস্থ্য ইনচার্জ জামাল উদ্দিন মৃধা প্রমুখ।

হোসেনপুর উপজেলার ১৫৪টি কেন্দ্রে মোট ৩১ হাজার  ২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভায় জানানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর