কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 স্টাফ রিপোর্টার | ১০ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৬:৫৬ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোচনার সভার প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক ভূঞা মোতাহার পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় সেখানে নেতা-কর্মী-সমর্থকরা দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

পরে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী মো. মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল বঙ্গবন্ধু পরিষদের নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক ভূঞা মোতাহার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াইল-সাচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চন্দন ভৌমিক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মো. সোহবার হোসেন ভূঞা, বঙ্গবন্ধু পরিষদের নেতা মো. আবু মোস্তাক ভূঞা, মো. আবদুল হালিম, মো. আজিজুর রহমান বাবুল, মো. ছিদ্দিকুর রহমান, তাড়াইল-সাচাইল ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আবু তাহের ভূঞা, সাধারণ সম্পাদক মো. খাইরুল আলম, রাউতি ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আবদুল হাই, সাধারণ সম্পাদক মো. মোস্তাক খান, সাবেক ছাত্রলীগ নেতা মো. জাকির হোসেন, মো. স্বপন মিঞা প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর