কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় আটোরিকশা চালক গুরুতর আহত

 মিছবাহ উদ্দিন মানিক | ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ১১:১৯ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে বালুবাহী ট্রাক্টরের চাপায় মামুন (২৫) নামে ব্যাটারিচালিত আটোরিকশার এক চালক গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা নাথবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অটোরিকশা চালক মামুন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার কুঁড়িমারা এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা নাথবাড়ি এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর একটি ব্যাটারিচালিত আটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এসময় অটোরিকশা চালক মামুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নিয়ে ভর্তি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বালুবাহী ট্রাক্টর ও ব্যাটারি চালিত আটোরিকশাটি জব্দ করে থানা নিয়ে যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, দুর্ঘটনা কবলিত বালুবাহী ট্রাক্টর ও ব্যাটারি চালিত আটোরিকশাটি জব্দ করা হয়েছে। এব্যাপারে যথাযথ আইগত ব্যবস্থা নেওয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর