কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনাবাসীর অনুপম মিলনমেলা

 স্টাফ রিপোর্টার | ১৭ মার্চ ২০১৮, শনিবার, ৬:০১ | বিশেষ সংবাদ 


‘সেবা, বিনোদন, সমন্বয় ও সম্প্রীতি’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জস্থ ইটনা সমিতির বনভোজন। শুক্রবার কিশোরগঞ্জ শহরতলীর উবাই পার্কে অনুষ্ঠিত এই বনভোজন পরিণত হয় ইটনাবাসীর মিলনমেলায়। দিনব্যাপী এই বনভোজনে সমিতির কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তারা ছাড়াও সমিতির সাধারণ, আজীবন ও দাতা সদস্যগণ সপরিবারে অংশ নেন।

বনভোজনে মধ্যাহ্ণভোজ শেষে র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া পার্কের সকল রাইড ছিল সবার জন্য উন্মুক্ত। সাংস্কৃতিক পর্বে প্রবীণ রাজনীতিক অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়ার দরাজ গলায় নেচে ওঠে পুরো উবাই পার্ক প্রাঙ্গণ।

ইটনা সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. আবদুল মালেক ভূঞা বনভোজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমিতির সাধারণ সম্পাদক এসএম হাফিজুর রহমান বনভোজন আয়োজনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন। বনভোজনের র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল নোমানী।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর