কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন জনপ্রিয় করণে কৃষক সমাবেশ

 আমিনুল ইসলাম বাবুল | ১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ১২:১৮ | কৃষি 


‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের মাধ্যমে ধানের চারা রোপন পদ্ধতি জনপ্রিয় করণের লক্ষ্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে স্বল্প খরচ ও অল্প সময়ে ধানের চারা রোপণের জন্য স্থানীয় কৃষক পর্যায়ে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ‘ইফতিয়াজ এন্ড নুসরাত গেরস্ত বাড়ির’ স্বত্বাধিকারী ব্যারিস্টার করিব উদ্দিন ভূইয়ার সার্বিক তত্ত্বাবধানে রাইস্ ট্রান্সপ্লান্টার যন্ত্র ব্যবহার করে ধান রোপণ প্রকল্প উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিধ ড. মো. আবদুল  মুঈদ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের (খামারবাড়ি) উপপরিচালক মো. সাইফুল আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিভূতি ভূষণ সরকার, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন এবং জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল উদ্দিন, তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, কৃষিবিদ আবদুল মান্নান, জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইমদাদুল হক ভূঞা রতন, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, ব্যবসায়ী ও সমাজ সেবক উমর ফারুক প্রমুখ।

সভা সঞ্চালনায় ছিলেন তাড়াইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরে আলম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর