কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ

 স্টাফ রিপোর্টার | ২২ জানুয়ারি ২০২০, বুধবার, ৯:৫৬ | বিশেষ সংবাদ 


ঐতিহ্যবাহী বিদ্যাপীট কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এক আনন্দঘন পরিবেশে রজনীগন্ধা ফুলের স্টিক ও ক্যাপ দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার পর শুরু হয় আলোচনা পর্ব।

আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আবদুল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।

এসময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ছাত্র এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২০ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর