কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে জননীর জন্য পদযাত্রা ও আলোচনা

 স্টাফ রিপোর্টার | ২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৪:১৪ | স্বাস্থ্য 


জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় কিশোরগঞ্জে জননীর জন্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ডাক্তার বাড়ি এলাকায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের আয়োজনে এই পদযাত্রা বের করা হয়।

পদযাত্রা শেষে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনীকোলজি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সুফিয়া খাতুন।

এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনী অনকোলজি বিভাগের পথিকৃৎ এবং দেশের শীর্ষ স্থানীয় নারী ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. সাবেরা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

জরায়ুমুখের ক্যান্সার বিষয়ে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনীকোলজি এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুলতানা রাজিয়া।

আলোচক ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় (উপপরিচালক) ডা. সুলতানা রাজিয়া।

জননীর জন্য পদযাত্রা ও আলোচনা সভায় জেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর