কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আইসিটি ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৫ জানুয়ারি ২০২০, শনিবার, ৫:১৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা হাজী জাফর আলী কলেজে চারতলা আইসিটি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।

পরে এ উপলক্ষে হাজী জাফর আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ ইউসুফ হোসেন তপুর সভাপতিত্বে কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, ইউএনও মো. নাহিদ হাসান, অধ্যক্ষ নারায়ন নাথ, ইউনাইটেড ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এজেএম বজলুর রহমান, প্রভাষক আতাউর রহমান সোহেল, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, এগারসিন্দুর ঈশাখান উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা এনামুল হাসান রাজীব প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ জোনের অধীনে দুই কোটি ৮২লাখ টাকা ব্যয়ে হাজী জাফর আলী কলেজের চারতলা আইসিটি ভবনটি নির্মাণ করছে এমইইউ কন্সট্রাকশন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর