kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা সভা স্টাফ রিপোর্টার | ১৮ মার্চ ২০১৮, রবিবার, ৭:২৪ | শিক্ষা  


কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান এ.কে.এম আমিনুর রহমান ভূঞা মুকুল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. নূরুল আমিন, আইন বিভাগের প্রভাষক মোস্তফা মোশাররফ, ইংরেজী বিভাগের প্রভাষক ফারজানা খানম প্রমুখ।

সভায় আলোচকগণ বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁর আদর্শকে বুকে লালন ও ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. বদরুল হুদা সোহেল।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ