কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভণ্ডপীর আবুল বাসারকে গ্রেফতারের দাবিতে ভৈরবে ফের বিক্ষোভ সমাবেশ

 সোহেল সাশ্রু, ভৈরব | ৩ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ১:২৮ | ভৈরব 


পবিত্র ওমরা হজ্ব নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেফতারের দাবিতে ফের বিক্ষোভ সমাবেশ করেছেন ইমাম-ওলামা পরিষদসহ হাজার হাজার তৌহিদী জনতা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সিলেট বাসস্ট্যান্ডের সামনে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতে থাকেন তৌহিদী জনতা। ফলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকাটি।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আতাউল্লাহ আমিন, ইমাম-ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল আহাদ, সহ-সভাপতি মাওলানা মুক্তার হোসাইন রায়পুরী, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী, কমলপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

এছাড়া ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ জামাল উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মুফতি মুহসিনুল হাসান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা সাইফুল ইসলাম সোহেল, মুফতি উবাইদুল্লাহ আনোয়ার, মুফতি যোবায়ের আহমাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গুলে মদিনা দরবারের ভণ্ডপীর আবুল বাসারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সেই সাথে তার সকল আস্তানা অর্থাৎ খানকা বন্ধ করে সিলগালা করে দিতে হবে।

তা- না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে হুশিঁয়ারী দেন বক্তারা।

এসময় বক্তারা আরও বলেন, প্রয়োজনে সড়ক, রেল ও নৌ-পথ বন্ধ করে দেয়া হবে।

এতে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে যোগ দেন বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার তৌহিদী জনতা।

জানা গেছে, সম্প্রতি হবিগঞ্জে এক ওয়াজ মাহফিলে ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাসার পবিত্র ওমরা হজ্ব নিয়ে কটুক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফলে সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর