কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে মৎস্য চাষীদের অভিজ্ঞতা বিনিময় সফর

 মিছবাহ উদ্দিন মানিক | ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:১৩ | হোসেনপুর 


হোসেনপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি ফেজ-॥ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় উপজেলার মৎস্য চাষীদের অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। মৎস্য চাষের ব্যবহারিক বিষয়ে ধারণা দিতে এই সফরের আয়োজন করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) হোসেনপুর উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ও রায়পুরা উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় উপজেলার বিভিন্ন মৎস্য খামারে চাষীরা অভিজ্ঞতা বিনিময় সফরে অংশ নেন।

এ সময় রায়পুরা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাবিব ফরহাদ আলম, হোসেনপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, সহকারী মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, ক্ষেত্র সহকারী আকলিমা আক্তার বিউটি, ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় অভিজ্ঞতা বিনিময় সফরে ৩২জন মৎস্য চাষী অংশ নেন।

এ সময় সফরকারীরা উপজেলার বিভিন্ন মৎস্য খামারের চাষীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর