কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


উদ্দীপন সাহিত্য পরিষদের ৮ম সাহিত্য আসর অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৬:৩০ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জে ‘উদ্দীপন সাহিত্য পরিষদ’ এর মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর শেওড়া বাজারের ইসলামিয়া লাইব্রেরিতে এই সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।

এই আসরটি ছিল উদ্দীপন সাহিত্য পরিষদের ৮ম আসর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও প্রকাশক আহমদ আমিন।

সংগঠনের সভাপতি মো.আব্বাস আলী’র সভাপতিত্বে আসরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চিকনীরচর বেগম জাহানারা হান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছড়াকার বাছির উদ্দীন।

সাহিত্যের ওপর আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ওয়ায়েজিন, কবি ও প্রাবন্ধিক ইসমাঈল হোসাইন মুফিজী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পিয়াস আহমেদ।

স্বরচিত কবিতা পাঠ করেন আঁশ্ শোয়ারা মুহাম্মদ ফাইজুল ইসলাম, তাওহীদুল হক, জাকারিয়া ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.)কে নিবেদিত ‘ হায়াতে আতহারে স্বপ্নীল আকাশ’ শিরোনামে নিজের লেখা কবিতা আবৃত্তি করে শোনান ইসমাঈল মুফিজী। পরে ওই কবিতার ওপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।

এবারের আসরে সেরা কবি নির্বাচিত হন জাকারিয়া ইসলাম। আসর পরিচালনা করেন উদ্দীপনের নির্বাহী সম্পাদক কবি তাওহীদুল হক।

অনুষ্ঠান শেষে মালদ্বীপ প্রবাসী  মো. হাদিউল ইসলামের সৌজন্যে আসরের সেরা কবির হাতে বই তুলে দেন প্রধান অতিথি আহমদ আমিন। অনুষ্ঠানে আপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন মালদ্বীপ প্রবাসী ইয়াছিন রহমান।

উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার শেওড়া বাজারের ইসলামিয়া লাইব্রেরিতে সকাল ১০টায় এই সাহিত্য আসর বসে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর