কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে এসএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড

 খাইরুল মোমেন স্বপন, নিকলী | ৯ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৬:৪০ | নিকলী  


কিশোরগঞ্জের নিকলীতে চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় রিমন মিয়া নামে এক পরীক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মামুন মিয়া নামে অপর এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত পরীক্ষার্থী রিমন মিয়াকে এই দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত পরীক্ষার্থী রিমন মিয়া (১৮) উপজেলার এবি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্র।

কেন্দ্র সূত্রে জানা যায়, রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে নিকলী জিসি পাইলট মডেল সরকারি বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি ২য় পত্রের প্রশ্ন বিতরণের পরেই এবি নুরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী রিমন মিয়া (রোল-৪১৩১৫৭) সাথে থাকা মোবাইল ফোন ও নিষিদ্ধ ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে দেয়।

এ সময় কেন্দ্র পরিদর্শনকারি নিকলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত বিষয়টি বুঝতে পেরে রিমন মিয়ার ফোনটি জব্ধ করেন এবং নিষিদ্ধ ডিভাইস দেখতে পান।

প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যাওয়ায় প্রথমে তিনি রিমনকে বহিষ্কার করেন। পরে  দায়িত্ব পালনে বাধা প্রদান করলে রিমন মিয়াকে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।

একই দিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নিকলী জিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্র মামুন মিয়া (রোল- ৪১৩৪৫৮) কে বহিষ্কার করা হয়।

নিকলী থানা সূত্র জানায়, রিমন মিয়াকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর