কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে গাঁজাসহ আটকের পর দুইজনের কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ১১ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১২:৩৩ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে গাঁজাসহ আটকের পর মো. সুমন মিয়া (২৫) ও মো. রিপন (৩৫) নামের দুই ব্যক্তিকে তিন মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ১০ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এর উদ্যোগে জেলা কালেক্টরেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল এর নেতৃত্বে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা কালেক্টরেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল প্রত্যেককে তিন মাস কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডিত দুই ব্যক্তির মধ্যে মো. সুমন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল ডুবাইল এলাকার মো. মোস্তফা’র ছেলে এবং মো. রিপন পার্শ্ববর্তী মুকসেদপুর এলাকার আব্দুল কুদ্দুস ব্যাপারি'র ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর