কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৬২৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

 স্টাফ রিপোর্টার | ১১ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১:০০ | অপরাধ 


কিশোরগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ৬২৫ পিস ইয়াবাসহ মো. রোকন উদ্দিন (৩৪) ও মো. মাহমুদুল হাসান জনি (৩০) নামে দুই যুবক আটক হয়েছে। র‌্যাব জানিয়েছে, তারা ইয়াবা ব্যবসায়ী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের মনিপুরঘাট এবং মুকসেদপুর পল্লী বিদ্যুৎ এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের পৃথক অভিযানে তারা আটক হয়।

ইয়াবাসহ আটক হওয়া দুই যুবকের মধ্যে মো. রোকন উদ্দিন জেলার কটিয়াদী উপজেলার দেওজান গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে এবং মো. মাহমুদুল হাসান জনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি বারপাড়া গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান, বিএন জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের মনিপুরঘাট এবং পুলিশ লাইন পল্লী বিদ্যুৎ এলাকায় র‌্যাব- পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে কিশোরগঞ্জ জেলা শহরের মনিপুরঘাট থেকে ৫৮৫ পিস ইয়াবাসহ মো. রোকন উদ্দিনকে আটক করা হয়।

অন্যদিকে মুকসেদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. মাহমুদুল হাসান জনিকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনেই ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মো. রোকন উদ্দিন ও মো. মাহমুদুল হাসান জনির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর