কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ২০-২৫ মার্চ পরিবার পরিকল্পনার বিশেষ সেবা সপ্তাহ

 স্টাফ রিপোর্টার | ২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১২:৪৩ | বিশেষ সংবাদ 


স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতির পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম বৃদ্ধির লক্ষে কিশোরগঞ্জে ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশেষ সেবা সপ্তাহ উদযাপিত হবে। এ উপলক্ষে গত রোববার (১৮ মার্চ) এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

প্রস্তুতি সভায় জেলার সকল উপজেলার উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পরিবার পরিকল্পনা বিভাগে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর