কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পল্লী অঞ্চলে পানি সরবরাহে নলকূপ মেকানিকদের প্রশিক্ষণ

 স্টাফ রিপোর্টার | ১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৭:৩২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে পল্লী অঞ্চলে পানি সরবরাহে নলকূপ মেকানিকদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্প’ এর আওতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান।

এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্কলনিক মো. আবু জাকারিয়া, উপ-সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ওয়ালী উল হোসাইন উল্লাস, তমাল সাহা, আশফিয়ার আহমেদ, মো. শফিকুল ইসলাম, মো. সোলাইমান ও মুনিরা খানম।

প্রশিক্ষণে কিশোরগঞ্জ জেলার ২৪ জন নলকূপ মেকানিক অংশ নেন। এতে নলকূপ মেকানিকদের মাঠ পর্যায়ে পানি সরবরাহের প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর