কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পরিবার কল্যাণ সহকারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি

 স্টাফ রিপোর্টার | ১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৬:৫৫ | সংগঠন সংবাদ 


বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সমাবেশে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দা সীমা শাহানাজ প্রধান অতিথি ও সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে পরিবার কল্যাণ সহকারীরা অংশ নেন।

দিনব্যাপী এই সমাবেশ শেষে বিকালে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।

বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ২/গ ইউনিটের পরিবার কল্যাণ সহকারী শেফালী আক্তারকে এবং সাধারণ সম্পাদক হিসেবে তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ১/ক ইউনিটের পরিবার কল্যাণ সহকারী রওশন জাহান পান্না কে নির্বাচিত ঘোষণা করেন।

২১ সদস্যবিশিষ্ট কমিটিতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সাজেদা আক্তার সিনিয়র সহ-সভাপতি, করিমগঞ্জ উপজেলার ফাহমিদা আক্তার কোষাধ্যক্ষ এবং মাকসুদা আক্তার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এই কমিটি পরিবার কল্যাণ সহকারীদের ন্যায়সঙ্গত ১৫তম গ্রেড দাবি বাস্তবায়নে ভূমিকা রাখাসহ পরিবার কল্যাণ সহকারীদের পেশাগত মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর