kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

বউ-শাশুড়ির একসাথে জানাযা মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৩:২৬ | হোসেনপুর 


ফাইল ছবি।

হোসেনপুরে বউ-শাশুড়ির একসাথে জানাযা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার গড়মাছুয়া গ্রামে জানাযার নামাজ শেষে উভয়কে পারিবারিক কবরে সমাহিত করা হয়েছে।

জানা যায়, গড়মাছুয়া গ্রামের নন্দু সরকারের স্ত্রী দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। সোমবার রাত ৯টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাশুড়ির মৃত্যুতে বড় ছেলের পুত্রবধু অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে ওই এলাকায় মঙ্গলবার আরো দু'জনের মৃত্যু হয়েছে। এঁদের একজন অবসর প্রাপ্ত শিক্ষক মো. ছফির উদ্দিন এবং অন্যজন ব্যবসায়ী হামিদুল ইসলাম। বউ-শাশুড়িসহ চার জনের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ