কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় সিঁধ কেটে গৃহবধূ ধর্ষণে ব্যর্থ হয়ে শ্লীলতাহানি, বখাটের কারাদণ্ড

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৮:১৫ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক গৃহবধূকে সিঁধ কেটে ঘরে ঢুকে ধর্ষণে ব্যর্থ হয়ে ওই গৃহবধূর শ্লীলতাহানি করেছে রাহুল নামে এক বখাটে। এতে আহত হয়ে গৃহবধূ বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার চরকাওনা নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গৃহবধূর মা বখাটে রাহুলকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরেই বখাটে রাহুলকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাহুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

দণ্ডপ্রাপ্ত বখাটে রাহুল উপজেলার চরকাওনা নয়াপাড়া গ্রামের মৃত হবি উল্লাহ’র ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার পর তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার চরকাওনা নয়াপাড়া গ্রামের ওই গৃহবধূর স্বামী কাতার থাকেন। এক ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে ওই গৃহবধূ স্বামীর বাড়িতে থাকেন।

পার্শ্ববর্তী বাড়ির বখাটে রাহুল দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে রাহুল সিঁধ কেটে ঘরে ঢুকে ওই গৃহবধূকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।

ধর্ষণে ব্যর্থ হয়ে ওই গৃহবধূর গালসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে ক্ষত করে রাহুল। এ সময় ওই গৃহবধূর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রাহুল ঘরের দরজা খুলে পালিয়ে যায়।

পরে বাড়ির লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান জানান, গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই যুবককে দণ্ডবিধি ১৮৬০ সালের ৩৫৪ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর