কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভাষা শহীদদের প্রতি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি’র শ্রদ্ধা নিবেদন

 স্টাফ রিপোর্টার | ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১২:৫৩ | বিশেষ সংবাদ 


যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে জেলা সদরের সরকারি গুরুদয়াল কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য জনতার ঢল নামে।

রাত ১২টা এক মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু হওয়ার পর কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি’র সঙ্গে ছিলেন।

তখন মাইকে বাজে অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’।

এর আগে রাত ১১টা ৫০ মিনিটের দিকে শহীদ মিনার প্রাঙ্গণে আসেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

শহীদ মিনারে পৌঁছুলে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সহ  অন্যান্যরা এমপি তৌফিককে স্বাগত জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর