কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভাষা শহীদদের প্রতি জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর শ্রদ্ধা নিবেদন

 স্টাফ রিপোর্টার | ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১:১৪ | বিশেষ সংবাদ 


যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে জেলা সদরের সরকারি গুরুদয়াল কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বস্তরের জনতার ঢল নামে।

রাত ১২টা এক মিনিটে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া প্রমুখ জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।

এ সময় মাইকে বাজে অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর