কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বইমেলায় কবি আমিনুল ইসলাম সেলিমের ‘অদৃশ্য কোলাহল’

 স্টাফ রিপোর্টার | ২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৩:৪৮ | সাহিত্য 


অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষ্যে তরুণ কবি আমিনুল ইসলাম সেলিমের নতুন কবিতার বই 'অদৃশ্য কোলাহল' প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনা প্রতিষ্ঠান 'এবং মানুষ'।

'অদৃশ্য কোলাহল' প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর কবি আমিনুল ইসলাম সেলিমের নতুন কবিতা পাঠকের সামনে এলো। এর আগে সর্বশেষ ২০১৫ সালে তাঁর কবিতার বই প্রকাশিত হয়েছিল। ‘গৃহপালিত দুঃখ’ নামের প্রকাশনাটি ছিল তাঁর প্রথম কবিতার বই।

পরবর্তিতে ২০১৭ সালে প্রকাশিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত তাঁর ছড়ার বই ‘জনক তুমি তীর্থভূমি’।

দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার সাথে জড়িত আমিনুল ইসলাম সেলিম নিয়মিত ছড়া ও কবিতা লিখছেন। ২০১০ সালে ছড়ার বই ‘চিচিংফাঁকের দেশ’ এর মাধ্যমে তাঁর লেখা প্রথম বই আকারে আসে।

ছড়া ও কবিতার বৃত্ত ভেঙ্গে তিনি নাটকও রচনা করেছেন। ২০১৪ সালে প্রকাশিত হয় তাঁর লেখা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘তখন একাত্তর’।

এবারের গ্রন্থমেলায় প্রকাশিত 'অদৃশ্য কোলাহল' আমিনুল ইসলাম সেলিমের লেখা ৫ম গ্রন্থ। ৬৪ পৃষ্ঠার এই বইটি ৫০টি মননশীল কবিতা দিয়ে সাজানো হয়েছে।

বইটির প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে লিটলম্যাগ চত্বরে 'এবং মানুষ' এর ৯১ নম্বর স্টলে।

এছাড়া কিশোরগঞ্জে ২১শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলায় 'অদৃশ্য কোলাহল' পাওয়া যাচ্ছে সন্দীপনের স্টলে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর